আমিও সুখী হতে চায়।


বাস্তব জীবন থেকে বেরিয়ে এসে গল্পের জীবনে ঢুকে পড়লাম।আমার গল্পে আমিই নিজস্ব।স্বপ্নভঙ্গ আর ব্যার্থতার কষাঘাতে ভুগতে ভুগতে সুখ ভুলে গিয়েছিলাম।গল্পে আমি একজন সুখী মানুষ।
~হ্যাঁ।আমিও একদিন বলে বেড়াবো,দেখো দেখো।কোথায় ছিল আমার অবস্থান ,আজ কোথায় এসেছি।চূড়ায় এসে সুখ ধরতে পেরেছি আমি।
~তারা মনে করে সুখ মনে শান্তি,আমি মনে করি সুখ মনে সফলতা।দুঃখের তটে থেকে থেকে সুখের চূড়ায় ওঠার বন্ধুর পথটা অতিক্রম করার সফলতা।
               

No comments

এক চিলতে রোদ্দুর।

খুব সাবধানে পায়ের আওয়াজ বাঁচিয়ে বাথরুমে ঢুকে পড়লো সুচেতনা। পবিত্র ওপাশ ফিরে এখনও ঘুমাচ্ছে। বাথরুমের লাইট জ্বেলেই দুফোঁটা ইউরিন ফেললো প্...

Powered by Blogger.