কঠিন বাস্তবতা।

★প্রতিদিন হাজার হাজার মানুষকে মোটিভেট করা মানুষটাও একদিন ক্লান্ত হয়৷ অন্যকে মোটিভেট করতে গিয়ে নিজেও যে কখন ডিপ্রেশনে চলে যায় তা এই ব্যস্ত পৃথিবীর কেউ জানে না৷ হয়তো সে নিজেও না৷
★ সবাইকে প্রতিদিন যে মানুষটা হাসায়৷ দিন শেষে সে মানুষটা হাসতে পারে কিনা কেউ কি সেটা জানতে চায়৷
★যে মানুষটা পরিবারের সবার মুখে অন্ন তুলে দেয় দিনশেষে সেই অভুক্ত অবস্থায় ঘুমিয়ে পড়লে কারও খবর নেওয়ার সময় থাকে না৷
★যে সবার ছোট বড় ইচ্ছেগুলো পূরণ করে তারই কেবল নিজের কোন ইচ্ছে পূরণের সময় হয় না৷ কেউ দ্বায়িত্ব নিয়ে তার ইচ্ছেগুলো পূরণ করে না৷
★ যে মানুষগুলো আত্নহত্যা করে তারা একদিনে এর সিদ্ধান্ত নেয় না৷ আসলে এই মানুষগুলো প্রতিদিন মরে৷ মরতে মরতে এদের অস্তিত্ব যখন প্রায় বিলীন হয়ে যায় ঠিক তখনই তারা আত্মহত্যা করে৷ তখন একশ্রেণীর মানুষ মরাকান্না করে৷ "আমরা জানলে সিস্টেমটাকে বদলে দিতাম৷ এমনটা হতে পারতো না৷" কিন্তু এ মানুষগুলোই প্রতিদিন একটু একটু করে এদের আত্মহত্যার পথ পরিষ্কার করে দিচ্ছে৷ আসলে কোন আত্মহত্যাই আত্মহত্যা নয়৷ প্রতিটা একেকটা খুন৷ যে খুনের কোন বিচার হয় না৷ যে আত্মহত্যা করে আসলে সেও প্রতিদিন আমাদের কাছে বেঁচে থাকার একটু রসদ ভিক্ষে করে কিন্তু আমরা তখন তাকে বেঁচে থাকার রসদ না দিয়ে উপহাসের পাত্র করে তুলি৷ ফলস্বরুপ একদিন সে না ফেরার দেশে চলে যায়৷ তখন আমরা চোখে গ্লিসারিন দিয়ে কান্নার নাটক করি৷
★ অনেকেই আছে যারা মনে মরে থাকে৷ বয়ে চলে একটা প্রাণবিহীন জিবন্ত লাশকে৷ কেউ শুনেনা এই লাশের আর্তনাদ৷ এদের জীবন্ত লাশ হয়ে বেঁঁচে থাকাটা মৃত্যুর সমতূল্য নয়?

No comments

এক চিলতে রোদ্দুর।

খুব সাবধানে পায়ের আওয়াজ বাঁচিয়ে বাথরুমে ঢুকে পড়লো সুচেতনা। পবিত্র ওপাশ ফিরে এখনও ঘুমাচ্ছে। বাথরুমের লাইট জ্বেলেই দুফোঁটা ইউরিন ফেললো প্...

Powered by Blogger.