জ্বি, ভালো আছি


ভালো থাকি আমরা...
ভালো থাকতে হয়...
নিজের জন্য বা অন্য কারো জন্য...
যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছো, তখনও বলতে হয় খুব ভালোই আছি
শত কষ্টের মাঝেও বলতে হয় ভালো আছি
কষ্টটাকে প্রকাশ করতে নেই। নিজের মাঝে চেপে রাখতে হয়। তোমার কষ্টের মুল্য একমাত্র তুমিই দিতে জানবে আর কেউ নয়।
কারো সামনে কষ্ট প্রকাশ করো না। কেন জানো??
কারণ তারা সেটার মুল্য দিতে জানে না।
কষ্ট অনেকটা রোগের মত। রোগ হলে তুমি নিজে কষ্ট পাবে। অন্যরা জানলে তোমাকে শান্তনা দিবে। কিন্তু কেউ তোমার কষ্টটা নিজে ভোগ করতে চাইবে না। করুণার পাত্র হয়ে কি লাভ?
ভালোই তো আছি...
মানুষগুলো তো স্বার্থপর। তারা সময়ের সাথে সাথে মনুষ্যত্ব বিসর্জন দিয়েছে।
ভালো আছি কথাটার পিছনে লুকিয়ে থাকা শব্দগুলো তাদের দেখা দেয় না। দিনশেষে বলতে হয় ভালো আছি কিন্তু আসলেই ভালো আছি তো ?

3 comments:

এক চিলতে রোদ্দুর।

খুব সাবধানে পায়ের আওয়াজ বাঁচিয়ে বাথরুমে ঢুকে পড়লো সুচেতনা। পবিত্র ওপাশ ফিরে এখনও ঘুমাচ্ছে। বাথরুমের লাইট জ্বেলেই দুফোঁটা ইউরিন ফেললো প্...

Powered by Blogger.